বরিশালে প্রবল বৃষ্টি-জোয়ারে ডুবে গেছে বহু এলাকা
|
![]() মুক্তধারা ডেস্ক: পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল থেকে কীর্তনখোলাসহ বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে জোয়ারের কারণে যেসব এলাকায় পানি উঠেছে সেগুলো নামতে ভিন্ন কারণে সময় লাগছে। সকাল থেকে বৃষ্টিপাতের কারণে জনজীবনে দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। একদিকে জোয়ারের পানি, অন্যদিকে টানা বৃষ্টিপাত পানি আরো বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অনেকের মতে, ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকার কারণে পানি নামতে পারছে না। জানা যায়, অস্বাভাবিক জোয়ারের কারণে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ, চড়বাড়িয়া, রায়পাশা-কড়াপুর ইউনিয়নে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড বরিশালের সহকারি প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল বিভাগের নদ নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। |