এলাকাবাসীর উদ্যোগে বরিশালের নাজিরমহল্লা লকডাউন
|
![]()
মুক্তধারা প্রতিকবেদকঃ পুলিশের আহ্বানে সাড়া নিয়ে সামাজিক সচেতনতা গড়ে উঠেছে বরিশাল নগরীর মানুষের মধ্যে। তারা নিজেরাই লকডাউন করে বহিরাগত প্রবেশ বন্ধ করছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ এরই মধ্যে নির্দেশনা দিয়েছে মোটর সাইকেলসহ সব ধরনের (কিছু ব্যতিক্রম বাদে) যান চলাচল বন্ধ থাকবে। নাগরিকদের নিজ এলাকায় অবস্থান নিয়ে বাজার অন্য এলাকায় যাতে না করে, সেজন্যও আহ্বান জানিয়েছে পুলিশ। আর তা বাস্তবায়নে বিভিন্ন এলাকায় সচেতন নাগরিকরা এগিয়ে এসেছেন। স্বেচ্ছায় লকডাউন করে নিজেদের নিরাপদ রাখতে কর্মসূচি নিচ্ছে এলাকাগুলো। এর মধ্যে বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের নাজির মহল্লায় ৪টি প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা তারিক বিন ইসলাম, জামাল সরদার, আহসান মুরাদ বাপ্পী, রবিন ঘোষ, হুমায়ূন কবিরসহ সচেতন নাগরিকরা শুক্রবার (১০ এপ্রিল) জরুরি সভা করেন। সিদ্ধান্ত হয়, জরুরি প্রয়োজন ছাড়া আপাতত এলাকার ৪টি প্রবেশ মুখ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে প্রবেশ পথ খোলা হবে। জীবন বাঁচাতে এই কর্মসূচির বিকল্প দেখছে না বলে মনে করে সচেতন মানুষ। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, মানুষের সচেতনতার কোন বিকল্প নেই। তারা যে কোন কাজে সহযোগিতা করারও ঘোষণা দেন। কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলামও সচেতনতামূলক এমন কাজকে উৎসাহিত করেছেন। তিনিও বলেন, সচেতন না হলে আর পুলিশের বার্তাগুলো যদি সবাই মানে সেটি সবার জন্য মঙ্গল। শুধু বরিশালেই নয় ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুরে গ্রাম ভিত্তিক সিড়কে এভাবে ব্যারিকেড দিয়ে লকডাউন করে রেখেছে গ্রামবাসী। |