ঘরে থাকতে হবে সন্ধ্যা ৬টা-সকাল ৬টা, অন্য সময়ও শর্ত
|
![]() মুক্তধারা অনলাইনঃ গতকাল শুক্রবার জারি করা ছুটির আদেশটি সংশোধন করে নতুন সময়সীমা ঠিক করে আজ শনিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগের দিনের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সন্ধ্যা ছয়টার পর ঘর থেকে বের হওয়া যাবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, এর মানে হলো সন্ধ্যা ছয়টার পর ওষুধের দোকান ছাড়া অন্যান্য দোকানপাটও বন্ধ থাকবে। দোকানপাট বন্ধের বিষয়ে এর আগে অন্য কোনো সংস্থা ভিন্ন কোনো নির্দেশ দিয়ে থাকলে সেটা সংশোধন করতে অনুরোধ করা হবে। উল্লেখ্য, এর আগে ৬ এপ্রিল পুলিশ নির্দেশ দিয়ে বলেছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সারা দেশের সব দোকানপাট সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। |