ইউনয়িন পরষিদে ভোট ৭ এপ্রলি থকে শুরু
|
![]() মুক্তধারা প্রতবিদেক: ইউনয়িন পরষিদে প্রথম ধাপরে ভোট আগামী ৭ এপ্রলি অনুষ্ঠতি হবে বলে জানয়িছেনে প্রধান নর্বিাচন কমশিনার (সইিস) কে এম নূরুল হুদা। তিনি বলনে, চূড়ান্ত ভোটার তালকিা প্রকাশরে কারণে র্মাচ মাসে নর্বিাচন হবে না। সইিসি বলনে, ৭ এপ্রলি কছিু ইউনয়িন পরষিদ ও বাদ পড়া পৌরসভায় ভোটগ্রহণ হবে। রোজার ঈদরে পর বাকি ইউনয়িন পরষিদগুলোতে ভোট হবে। এর আগে ইউনয়িন পরষিদ আইন সংশোধনরে সময় ও সুযোগ নইে। বৃহস্পতবিার নর্বিাচন ভবনে সাংবাদকিদরে এক অনুষ্ঠানে সইিসি এ কথা জানান। সইিসি বলনে, মে মাসে বাকি ইউনয়িন পরষিদগুলোতে ভোট করব। তখন র্বষা থাকবে, কষ্ট হবে তবুও ভোট করতে হবে। আগামী ১৭ ফব্রেুয়ারি কমশিন সভার পর পুরো বষিয়টি জানাতে পারব। ইউনয়িন পরষিদরে দলীয় প্রতীকে ভোটরে বষিয়ে আইনে কোনো সংশোধন আসবে কি না- এমন প্রশ্নরে জবাবে তনিি বলনে, আইন সংশোধন করার সুযোগ নইে। সংশোধন করার দরকারও নইে। আমাদরে নর্বিাচনে যসেব আইন-বধিি আছে তা যথষ্টে। এ সময় নর্বিাচন আইনরে সংশোধনরে সুযোগ নইে, সময়ও নইে। নর্বিাচন কমশিনে সংবাদ সংগ্রহে র্কমরত বভিন্নি গণমাধ্যমর্কমীদরে সংগঠন‘ রিপোটার্র্স ফোরাম ফর ইলকেশন অ্যান্ড ডমেোক্রসে-িআরএফইডি’ এর নতুন কমটিরি অভষিকে ও বদিায়ী কমটিরি সংর্বধনা উপলক্ষে এ অনুষ্ঠানরে আয়োজন করা হয়। এ সময় নর্বিাচন কমশিনার মাহবুব তালুকদার, মো. রফকিুল ইসলাম, কবতিা খানম ও ব্রগিডেয়িার জনোরলে (অব.) শাহাদাত হোসনে চৌধুরী, নর্বিাচন কমশিন সচবি মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ র্ঊধ্বতন র্কমর্কতারা উপস্থতি ছলিনে। অনুষ্ঠানে সভাপতত্বি করনে আরএফইডরি সভাপতি সোমা ইসলাম ও পরচিালনা করনে সাধারণ সম্পাদক কাজী জবেলে। কমশিনার রফকিুল ইসলাম বলনে, যে আইনে নর্বিাচন করি, সটো স্থানীয় সরকার বভিাগরে প্রণীত আইন। স্থানীয় সরকার বভিাগ যতক্ষণ র্পযন্ত আইন সংশোধন না করি, ততক্ষণ র্পযন্ত আইনে যা আছে সে অনুযায়ী ভোট করতে হবি। কমশিনার শাহাদাত হোসনে চৌধুরী বলনে, পৌরসভা নর্বিাচনে ভোটার উপস্থতিি ও সবদলরে র্প্রাথী রয়েছে। এটা অত্যন্ত অংশগ্রহণমূলক নর্বিাচন। যত ছোট নর্বিাচন হয়, তত র্প্রাথীদরে পারস্পরকি সংঘাতরে বষিয় থাকে। আমরা আইন-শৃঙ্খলা বাহনিীর সঙ্গে কথা বলি, পরস্থিতিি স্বাভাবকি রাখতে বলি। তনিি বলনে, সামনরে নর্বিাচনগুলো আরও ভালো হবে |