অপেক্ষায় শবনম ফারিয়া
|
![]() মুক্তধারা ডেস্কঃ ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া। একাধিক নাটকে সাবলীল অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে ফারিয়ার। প্রথম সিনেমায় অভিনয় করেই বেশ আলোচনায় ছিলেন শবনম ফারিয়া। বাচসাস পুরস্কার এবং মেরিল-প্রথম আলো পুরস্কারও নিজের ঘরে তুলেছেন এ সিনেমায় অভিনয় করে। এরপর ভক্তরা ভেবেছিলেন- হয়ত বড়পর্দায় নিয়মিত হবেন শবনম ফারিয়া। কিন্তু দুই বছর পার হলেও নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর নেই তার। এ প্রসঙ্গে জানতে চাইলে ফারিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ভালো সিনেমার জন্য আমি নিজেও অপেক্ষা করছি। ‘দেবী’র ফিডব্যাক এত ভালো ছিল, এরপর খুব ভালো সিনেমা না এলে আমার কাজ করার ইচ্ছা নেই। নাটকের কাজও কমিয়ে দিয়েছি। তাই ভালো সিনেমা পেলে অবশ্যই করব। অপেক্ষায় আছি, আমি এখনও তেমন কোনো গল্প হাতে পাইনি। নীলুখ্যাত এ অভিনেত্রী জানান, ভালো গল্পে কাজ করার ইচ্ছা তার। যে গল্প পরিবার নিয়ে দেখা যায়। তিনি আরও জানান, অভিনয়ই তার পেশা। তাই অভিনয়টাই করতে চান ফারিয়া। তার ভাষায়, ‘নাটক হোক বা সিনেমা হোক। আমি অভিনয় করতে ভালোবাসি, আমি শুধু অভিনয় করতে চাই। সেটা আমি কোনো মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না।’ মডেলিংয়ের মাধ্যমে শোবিজ দুনিয়ায় পা রাখেন শবনম ফারিয়া। ২০১৩ সালে নাট্যাঙ্গনে অভিষেক হয় তার। ‘অল টাইম দৌড়ের ওপর’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সম্প্রতি ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকে অভিনয় করে। |