ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন
|
মুক্তধারা প্রতিবেদক: তালতলী বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাজার কমিটির সভাপতি গোলাম কবির বলেন, গত ২৫ মার্চ বুধবার চরবাড়িয়া ইউনিয়নের চরবাড়িয়া গ্রামে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে মারামারি হয়। ওই ঘটনায় ছোট ভাই নূর হোসেনের বিরুদ্ধে বড় ভাই রফিক সর্দার এর স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। তবে এ মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তালতলী বন্দর এর কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন ব্যবসায়ী এবং বাজার কমিটির দপ্তর সম্পাদক জসীম উদ্দীন তার ভাই রাব্বি ও খালা ফজিলা বেগমকে আসামি করা হয়। গোলাম কবির জানান জসিম উদ্দিন ও তার ভাই রাব্বি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। কিন্তু এর পরও স্থানীয় মাদক ব্যবসায়ী একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে জসিম ও তার পরিবারের সদস্যদের আসামি করে। চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন শুরুজ জানান, গত ২৫ মার্চ বুধবার জসিম ও তার ভাই রাব্বি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট তৈরীর কাজে আমাকে সহযোগিতা করেছে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ওরা দুই ভাই আমার সাথেই ছিল। তাই ওই মারামারিতে অংশ নেয়ার প্রশ্নই আসেনা। তিনি বলেন স্থানীয় একটি চক্র ওদের হেয় প্রতিপন্ন করতেই এ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়িয়েছে। তালতলী বন্দরের ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, চরবাড়িয়া এলাকার বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আমি বিভিন্ন সময় মাদক বিক্রিতে বাধা দিয়েছি। প্রশাসন কে তাদের মাদকব্যবসা বিষয়টি অবহিত করেছি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই মারামারিতে আমাকে ও আমার পরিবারকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। মামলার বাদী শিউলি বেগম এর সাথে কথা বলা হলে তিনি বলেন, আমাকে যেভাবে আসামি করতে বলা হয়েছে আমি সেভাবেই আসামি করেছি। তবে কারা তাকে আসামী করার জন্য বলেছে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। |