বুধবার ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


২৮ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২০, ৩:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

২৮ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

মুক্তধারা ডেস্কঃ

আজ শনিবার ২৮ নভেম্বর ২০২০, ১৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১৩ রবিউস সানি ১৪৪২ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩৩২তম (অধিবর্ষে ৩৩৩তম) দিন। বছর শেষ হতে আরও ৩৩ দিন বাকি রয়েছে।

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনের আরও উল্লেখযোগ্য ঘটনা-

ঘটনাবলি:

১০৯৮ – সিরিয়ায় খ্রিস্টানদের হাতে ৭০ হাজার মুসলমান নিহত হয়।

১৪৪৩ – সেকেন্দার বেগ তার বাহিনী নিয়ে মধ্য আলবেনিয়ার খ্রুজ অঞ্চল জয় করেন ও প্রথমবারের মতো আলবেনিয়ার পতাকা উত্তোলন করেন।

১৫২০ – প্রথম ইউরোপীয়ান নাবিক হিসেবে ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।

১৬৬০ – ইংল্যান্ডে রয়াল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৬৭৬ – ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তখনকার দিনের গুরুত্বপূর্ণ এলাকা পন্ডিচেরি বন্দর ফরাশিরা দখল করে নেয়।

১৮১৪ – কলকাতার চাঁদপাল ঘাটে ভারতের প্রথম প্রাটস্ট্যান্ট বিশপ টমাস ফ্যানশ মিডলটন পদার্পণ করেন।

১৮১৪ – লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।

১৮২০ – সমাজতাত্ত্বিক ফ্রেডরিখ এঙ্গেলসের জন্ম।

১৮২১ – স্পেনের কাছ থেকে পানামা স্বাধীনতা ঘোষণা করে।

১৯১২ – তুরস্কের কাছ থেকে আলবানিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৬০ – মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৭১ – ইরানের তিনটি দ্বীপ আবু মুসা, তাম্বে বোযোর্গ, তাম্বে কুচাক থেকে ব্রিটিশ দখলদার সেনারা চলে যাওয়ার পর ইরান ওই তিনটি দ্বীপের ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠা করে।

জন্ম:

১১১৮ – প্রথম ম্যানুয়েল কম্নেনস, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।

১৬২৮ – জন বুনয়ান, তিনি ছিলেন ইংরেজ প্রচারক ও লেখক।

১৭৫৭ – উইলিয়াম ব্লেক, তিনি ছিলেন ইংরেজ কবি ও চিত্রকর।

১৭৯৩ – কার্ল জোনাস লাভ আল্মকভিস্ট, তিনি ছিলেন সুইডিশ কবি, সুরকার ও সমালোচক।

১৮২০ – সমাজতাত্ত্বিক ফ্রেডরিখ এঙ্গেলস জন্মগ্রহণ করেন।

১৮৮০ – আলেকজান্ডার ব্লক, তিনি ছিলেন রাশিয়ান কবি ও নাট্যকার।

১৮৮১ – স্টিফান য্বেইগ, তিনি ছিলেন অস্ট্রিয়ান লেখক, নাট্যকার ও সাংবাদিক।

১৮৮৭ – আর্নেস্ট রহম, তিনি ছিলেন জার্মান সৈনিক ও সহপ্রতিষ্ঠিত স্টুর্মাবটেইলুং এর।

১৮৯৪ – রসায়নবিদ ড. পুলিন বিহারী সরকার জন্মগ্রহণ করেন।

১৯০৭ – আলবার্তো মোরাভিয়া, তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক ও লেখক।

১৯৩১ – গোলাম রহমান, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিশুসাহিত্যিক ও সাংবাদিক।

১৯৪৩ – রফিকুন নবী, তিনি খ্যাতনামা চিত্রকর, তিনি কার্টুনিস্ট।

১৯৫০ – রাসেল অ্যালান হাল্স, তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।

১৯৬২ – জন স্টুয়ার্ট, তিনি আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক।

১৯৬৭ – আন্না নিকলে স্মিথ, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।

১৯৬৯ – নিক নাইট, তিনি সাবেক ইংরেজ ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

১৯৭৫ – তাকাশি শিমডা, তিনি জাপানি ফুটবলার।

১৯৭৭ – ফেবিও গ্রসও, তিনি ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।

১৯৮৩ – নেলসন ভাল্ডে্য, তিনি প্যারাগুয়ের ফুটবলার।

১৯৮৭ – কারেন গিলান, তিনি স্কটিশ অভিনেত্রী।

মৃত্যু:

১০৫৮ – পোল্যান্ডের ডিউক কেজিমিয়ের্জ মৃত্যুবরণ করেন।

১৬৮০ – গিয়ান লরেনযো বিরনিনি, তিনি ছিলেন ইতালিয়ান ভাস্কর ও পেইন্টার।

১৬৯৪ – মাৎসু বাসো, তিনি ছিলেন জাপানি কবি।

১৮৭০ – জন ফ্রেদেরিখ বাজিল, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও সৈনিক।

১৯৩২ – অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষ (দানীবাবু) মৃত্যুবরণ করেন।

১৯৪৫ – ডুইট এফ. ডেভিস, তিনি ছিলেন আমেরিকান টেনিস খেলোয়াড় ও রাজনীতিবিদ।

১৯৫৪ – এনরিকো ফের্মি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও অধ্যাপক।

১৯৬০ – রিচার্ড রাইট, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত ফরাসি লেখক ও কবি।

১৯৬২ – সঙ্গীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে মৃত্যুবরণ করেন।

১৯৬৮ – এনিড ব্ল্যটন, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।

১৯৭১ – ওয়াসফি তাল নিহত হন, তিনি ছিলেন জর্দানের বাদশা।

১৯৮৯ – ফকির শাহাবুদ্দীন, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।

১৯৯৯ – আবদুর রাজ্জাক, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক।

২০১০ – লেসলি নিলসেন, তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

২০১৪ – চেস্পিরিটো, তিনি ছিলেন মেক্সিক্যান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা