বরিশালে মাদক ব্যাবসায়ীদের হামলায় ২ পুলিশ সদস্য আহত
|
![]()
মুক্তধারা প্রতিবেদকঃ এ ঘটনায় ২০১ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকরা হলেন- ঝালকাঠির রাজাপুর উপজেলার দুর্গাপূর এলাকার মো. মিজানুর রহমান হাওলাদের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে লিটন (২৪) ও বরিশাল নগরের চাঁদমারী মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা মৃত নজরুল ইসলাম হাওলাদেরর ছেলে মো. মাসুম বিল্লাহ (৪২)। রোববার (২৯ মার্চ) দিনগত রাতে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ডিবির এসআই মো. দেলোয়ার হোসেন ফোর্সসহ নগরের চাঁদমারী মাদ্রাসা রোডস্থ পুলিশ অফিসার্স মেসের পূর্ব পাশের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় ২০১ পিস ইয়াবাসহ লিটন ও বিল্লাহকে আটক করা হয়। তবে এ সময় আটকরা কর্তব্যকর্মে বাধা দিয়ে ডিবি পুলিশের সদস্যদের ওপর হামলা চালায় ও মারধর করে। এ সময় ডিবির এএসআই মোয়াজ্জেম ও কনস্টেবল মনিরুজ্জামান আহত হন। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের সহকারী কমিশনার নরেশ চন্দ্র কর্মকার। |