৬ সাংসদের চারজনই এলাকায় অনুপস্থিত, করোনা প্রতিরোধে নেই কার্যক্রম
|
![]() মুক্তধারা প্রতিবেদক একই অবস্থা বরিশাল ২(উজিরপুর– বানারীপাড়া)আসনের সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহ আলম এর। করণা আতঙ্ক শুরু হওয়ার আগেই তিনি ঢাকায় গিয়ে অবস্থান নিয়েছেন। এখনো পর্যন্ত তিনি এলাকায় ফিরেননি। এমনকি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা সাধারণ মানুষএর সাথে যোগাযোগ করেননি। কেবল এই দুই সংসদ সদস্যই নয় চলমান করোনাভাইরাস আতংকে জেলার ৬জন সংসদ সদস্যের মধ্যে ৪ জনের বিরুদ্ধেও রয়েছে একই ধরনের অভিযোগ। তারা এ সংকট চলাকালীন সময়ে তারা নিজ নির্বাচনী এলাকায় আসেননি। তবে এ সংসদ সদস্যরা দাবী করেছেন, তাদের প্রতিনিধিদের মাধ্যমে এলাকায় সেবামুলক কার্যক্রম অব্যাহত রেখেছেন। জেলার অপর দুই সংসদ সদস্যদের মধ্যে বরিশাল- ৫ (সিটি-সদর উপজেলা) আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম (জেলা আথলীগের সহ–সভাপতি) গত বুধ ও বৃহস্পতিবার বরিশালে ছিলেন। বরিশাল- ৬ (বাকেরগঞ্জ) আসনের নাসরিন জাহান রতœা আমিন (জাতীয় পার্টি) গত বুধবার থেকে বাকেরগঞ্জে অবস্থান করছেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি বুধবার বরিশালে পৌছে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাক্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব থাকায় তিনি সর্বাক্ষনিক বরিশালে থাকতে না পারলেও সকলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে ইতিমধ্যে বরিশালে দুদিন অবস্থান নিয়ে বরিশাল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,রাব ও স্বাস্থ্য প্রশাসনের সাথে জরুরি বৈঠক করেছেন। তাদের নির্দেশ দেয়া হয়েছে এ ভাইরাস প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণের। প্রতিমন্ত্রী বলেন, এমন ক্রান্তিকালীন সময়ে তিনি মাঝে মাঝেই বরিশালে আসবেন। একইসাথে তার নির্দেশে দলীয় নেতাকর্মীরা করোনাসচেতনমুলক সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারপক্ষে দলীয় কর্মীরা জনসাধারনের মধ্যে ২৪ মার্চ থেকে স্যানিটাইরেজ সামগ্রী ও মাস্ক বিতরণ করছে এবং জনগণকে সচেতন করতে মাইকিং, ব্যানার ও লিফলেট বিতরণসহ নানান কার্যক্রম চলছে। জাপার গোলাম কিবরিয়া টিপু কবে সর্বশেষ তার নির্বাচনী এলাকায় এসেছিলেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। করোনাভাইরাস সংকটে এ পর্যন্ত তারপক্ষ থেকে কোন পদপেক্ষপ নেয়া হয়নি বাবুগঞ্জ ও মুলাদীতে। তার সাথে কথা বলার চেষ্টা করতে ব্যক্তিগত মোবাইল ফোনে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলমের সাথে যোগাযোগ করতে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে তার ঘনিষ্ঠজন উজিরপুর উপজেলা আথলীগের সভাপতি এস.এম জামাল হোসেন বলেন, করোনার প্রাদুভার্ব দেখা দেয়ার আগ মুহুর্তে সাংসদ মো.শাহে আলম এলাকায় এসেছিলেন। এলাকায় ত্রান দেয়ার বিষয়েএখন পযন্ত এমপি তার সঙ্গে যোগাযোগ রক্ষা করেননি। জাপার নাসরিন জাহান রতœা আমিন এমপি গত বুধবার রাত থেকেক বাকেরগঞ্জে অবস্থান করছেন বলে জানা গেছে। গতকাল বেলা ২টায় তার মুঠোফোনে কল দেয়া হলে তার ব্যক্তিগত সহকারী রিসিভ করে জানান, রতœা আমিন ত্রান বিতরণে ব্যস্ত আছেন। বরিশাল–৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর সাথে কথা বলার জন্য তার ব্যক্তিগত সেলফোন নাম্বারে ফোন দেয়া হলেও রিসিভ করে কেটে দেন।
|