মুক্তধারা বিনোদনঃ
যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিনেতা কাজী মারুফ ও তাঁর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ২৮ মার্চ রাতে গণমাধ্যমকে জানান তাঁর বাবা পরিচালক কাজী হায়াত। খবরটি প্রকাশের পরপরই প্রতিবাদ জানান মারুফ। তিনি বলেন, ‘আমার স্ত্রীর জ্বর ১০২ ডিগ্রি। কিন্তু এর সঙ্গে করোনার কোনো লক্ষণ নেই। আমার তো করোনা হওয়ার প্রশ্নই ওঠে না। আমি গণমাধ্যমের কাছে অনুরোধ করব, আমার বক্তব্য সঠিকভাবে যেন তুলে ধরা হয়।’ গতকাল সকালে যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন মারুফ। সেই পোস্টেও তাঁদের করোনা হয়নি জানিয়ে নানা যুক্তি তুলে ধরেন। অবশ্য তাঁর বাবা করোনা হওয়ার যে তথ্য দিয়েছেন সে বিষয়ে মারুফ কিছু বলতে চাননি।