জয়-পরাজয় নিয়ে ট্রাম্পের পল্টি
|
![]() মুক্তধারা ডেস্কঃ রোববার (১৫ নভেম্বর) টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পাতানো নির্বাচনে জো বাইডেন জয়ী হয়েছেন। ভোট গণনায় পরিদর্শক বা পর্যবেক্ষককে থাকার অনুমতি দেয়া হয়নি। কট্টর বামপন্থী বেসরকারি প্রতিষ্ঠান, ভুয়া- বোবা গণমাধ্যমসহ আরও অনেকে ভোট কারচুপিতে অংশ নিয়েছে। মেইল ইন ভোটকে অসুস্থ কৌতুক বলেও আখ্যা দেন তিনি। তার কিছুক্ষণ পরেই আরও দুটি টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমটিতে বলেন, পাতানো নির্বাচন। আমরা জয়ী হবো। দ্বিতীয় টুইটে তিনি বলেন, সে (বাইডেন) শুধুমাত্র ভুয়া গণমাধ্যমের চোখে বিজয়ী। আমি হার স্বীকার করিনি। আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। এটি একটি সাজানো নির্বাচন ছিল। মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার (৭ নভেম্বর) মার্কিন গণমাধ্যম তাদের কাছে থাকা সম্ভাব্য ফলাফলের ভিত্তিতে বাইডেনকে অনানুষ্ঠানিক প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। তারপরই পরাজয় স্বীকার করবেন না বলে ঘোষণা দেন ট্রাম্প। শুরু করেন আইনি লড়াই। ১৫ নভেম্বর সাজানো নির্বাচনে বাইডেন জয়ী হয়েছে বলে টুইট করেন। নির্বাচনকে সাজানো বললেও বাইডেন যে জয়ী হয়েছেন তা স্বীকার করেন তিনি। তার কিছুক্ষণ পরই নিজের অবস্থান থেকে সরে এসে ট্রাম্প বলেন, ভুয়া গণমাধ্যমের চোখে বাইডেন জয়ী। তিনি হার স্বীকার করেননি। |