বৃহস্পতিবার ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর: ৫২২ পদের ২২১টিই শূন্য
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২০, ১:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর: ৫২২ পদের ২২১টিই শূন্য

মুক্তধারা প্রতিবেদকঃ

বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরসহ ৬ জেলা ও ৪২ উপজেলায় বিভিন্ন পদে কর্মকর্তা ও কর্মচারীর সংকট তীব্র আকার ধারণ করেছে। এসব স্থানে ৫২২টি পদের বিপরীতে ২২১টি পদই শূন্য রয়েছে।
ফলে কর্মরত ৩০১ জনের মধ্যে বেশিরভাগকেই হিমশিম খেতে হচ্ছে তাদের কর্ম সামলাতে।

বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় থেকে জানা গেছে, বিভাগের ৪২ উপজেলায় ৪২ জন উপজেলা প্রাণিসম্পদ অফিসার থাকার কথা থাকলেও কর্মরত আছে মাত্র ১৭ জন, ফলে শূন্য রয়েছে ২৫টি পদ।

এছাড়া ৪২ জন ভেটেরিনারি সার্জনের স্থলে রয়েছে মাত্র ২৩ জন, আর শূন্য রয়েছে ১৯টি পদ। আর ভেটেরিনারি ভিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) পদে ১১৮ পদের অনুকূলে কর্মরত আছেন ৯৩ জন এবং এখানেও শূন্য রয়েছে ২৫টি পদ।

এদিকে বিভাগের ৬ জেলায় ৬ জন ক্যাশিয়ার কর্মরত থাকার কথা থাকলেও রয়েছে ২ জন। এছাড়া বিভাগের ৪২ উপজেলায় ৪২ জন উপসহকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সম্প্রসারণ (ইউএলএ) কর্মরত থাকার কথা থাকলেও আছে মাত্র ৪ জন এবং ৪২ জন উপসহকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রাণিস্বাস্থ্য (মিশ্রকী) কর্মরত থাকার কথা থাকলেও আছে মাত্র ২২ জন।

অপরদিকে বিভাগে উপসহকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃত্রিম প্রজনন- এফ এ (এ আই) পদে ৪৪ জন কর্মরত থাকার কথা থাকলেও ৩০ জন কর্মরত আছে। ফলে ক্যাশিয়ার পদে ৪ জন, ইউ এল এ ৩৮ জন, মিশ্রকী ২০ জন এবং এফ এ (এ আই) পদে ২৯ জন এর পদই খালি রয়েছে বর্তমানে।

আরও জানা গেছে, বিভাগে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৫৫টি পদে কর্মরত আছে মাত্র ২৬ জন। ১৩টি ড্রাইভারের পদে কর্মরত আছে ১০ জন। ড্রেসার এর ৪২টি পদে কর্মরত আছে ২৭ জন। অফিস সহায়কের ৫৫টি পদে কর্মরত আছে ৩০ জন এবং নৈশপ্রহরী এর ৭টি পদে কর্মরত আছে মাত্র ৩ জন। ফলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৯ জন, ড্রাইভার পদে ৩ জন, ড্রেসার পদে ১৫, অফিস সহায়ক পদে ২৫ এবং নৈশপ্রহরী পদে ৪ জনের পদই খালি রয়েছে বর্তমানে।

ভুক্তভোগী একাধিক খামার মালিক জানান, লোকবল সংকট থাকায় আমারা আমাদের খামারের গরু ও ছাগল দিয়ে প্রায়ই বিপদে পড়ি। অনেক সময় সঠিকসময়ে, সঠিকভাবে গরু ও ছাগলগুলো চিকিৎসা করানোও সম্ভব হয় না।

জনবল সংকটের কথা স্বীকার করে বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা. কানাই লাল স্বর্ণকার বলেন, আশা করি অতি দ্রুত এ সমস্যার সমাধান হবে। তবে বর্তমানে আমাদের বিভিন্ন প্রজেক্ট চলমান রয়েছে, সেসব প্রজেক্টে কর্মরত কর্মীদের মাধ্যমে আমারা আপাতত সেবা দিচ্ছি। ফলে লোকবল সংকট থাকলেও আমাদের বড় কোনো সমস্যার সম্মুখীন আপাতত হতে হচ্ছে না।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা