আইনের শাসন না থাকায় প্রশাসনের লোকজন অপরাধে জড়াচ্ছে : চরমোনাই পীর
|
![]() মুক্তধারা ডেস্কঃ সিলেটের আখালিয়ার এলাকায় পুলিশি নির্যাতনে রায়হান আহমদ নামে এক যুবকের মৃতুতে গভীর উদ্বেগ, ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশে আইনের শাসন না থাকায় প্রশাসনের দায়িত্বে নিয়োজিতরাই অপরাধে জড়িয়ে পড়ছে। সিলেটে পুলিশের নির্যাতনে মৃত যুবকের ঘটনাই প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। চরমোনাই পীর বলেন, সরকার পুলিশ দিয়ে ক্ষমতায় আসার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। তিনি অবিলম্বে সিলেটে পুলিশের হাতে মৃত যুবকের খুনি পুলিশদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে নারী নির্যাতন, ধর্ষণ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। |