বরিশালে বিএনপির ২৭ নেতাকর্মী কারাগারে
|
![]() মুক্তধারা প্রতিবেদকঃ রাস্তা কেটে প্রতিবন্ধকতা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির ২৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) দুপুরে তারা বরিশালের বিশেষ ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. রফিকুল ইসলাম তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিএনপির ২৭ নেতাকর্মীদের রয়েছেন জাহাঙ্গীর হোসেন মৃধা, জামিল হোসেন পান্নু, আবুল বাশার প্যাদা, বিপ্লব প্যাদা, মিন্টু মৃধা, বাচ্চু প্যাদা, আব্বাস প্যাদা। তারা সবাই গৌরনদীর সরিকল ইউনিয়নের বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সরিকল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাশকতার চেষ্টা করেন। এ ঘটনায় একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবাহ উদ্দিন আকন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে ২০২০ সালের ৩ জানুয়ারি ৫৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ওই মামলায় ১১ জন জামিনে থাকলেও বাকিরা আসামিরা পলাতক ছিলেন। এর পরিপ্রেক্ষিতে দুপুরে পলাতক আসামিদের মধ্যে ২৭ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। |