উত্তরায় একযোগে পাঁচ স্পটে চলছে ডিএনসিসির অভিযান
|
![]() মুক্তধারা ডেস্কঃ রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা মালামাল নিলাম এবং অবৈধ সাইনবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৫ অক্টোবর) সকাল পৌনে ১১ টা থেকে উত্তরা হাউজ বিল্ডিংয়ের অবস্থিত মাসকট প্লাজার সামনে থেকে এ অভিযান শুরু করা হয়। ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়া বাংলানিউজকে বলেন, ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা মালামাল নিলাম এবং অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন। আমরা অভিযান শুরু করেছি। এদিকে, উত্তরা হাউজ বিল্ডিংসহ উত্তরা জসিম উদ্দিন মোড় (ঢাকা-ময়মনসিংহ রোডের পশ্চিম অংশ), উত্তরা জসিম উদ্দিন মোড় (ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব অংশ), খিলক্ষেত ও উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরে একযোগে অভিযান পরিচালিত হচ্ছে। |