ইসরায়েল থেকে আর্মেনিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহার
|
![]() মুক্তধারা ডেস্কঃ আজারবাইজানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করায় ইসরায়েলে নিযুক্ত রষ্ট্রদূত প্রত্যাহার করেছে আর্মেনিয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আর্মেনিয়া এ খবর নিশ্চিত করে। আরমেনিয়া দাবি করছে, গত সপ্তাহব্যাপী সংঘটিত নাগোর্নো ও কারাবাখ সংঘর্ষে ইসরায়েলের অস্ত্র ব্যবহার করেছে আজারবাইন। আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আন্না নাঘদালয়ান ইসরায়েলের অস্ত্র সহযোগিতার প্রতিবাদ করে বলেন, ইসরায়েলের এই অস্ত্র সহযোগিতা অগ্রহণযোগ্য। ইতোমধ্যে মন্ত্রণালয় ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে। স্টোকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে, গত ২০০৯ সাল থেকে ২০১৯ সালের মধ্যে আজারবাইজানকে ইসরায়েল ৮২৫ মিলিয়নের অস্ত্র রপ্তানি করে। সম্প্রতি ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়ালা নিউজকে আজারবাইজান রাষ্ট্রপ্রাধানের সহকারী হিকমাত হাজায়েভ জানান, আজারবাইজান নাগার্নো ও কারাবাখ যুদ্ধে ইসরায়েলের তৈরি করা কিছু ড্রোন ব্যবহার করছে। তবে এর পরিসংখ্যান সম্পর্কে তিনি কিছুই জানাননি। ইসরায়েলে নিযুক্ত আর্মেনিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহার করায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, আর্মেনিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি নিয়ে ইসরায়েলের আর্মেনিয়ান দূতাবাস উভয়পক্ষের লোকের কল্যাণের জন্য কাজ করবে। |