জাতির জনক ও প্রধানমন্ত্রীর সর্ববৃহৎ ম্যুরাল উন্মোচন
|
![]() মুক্তধারা প্রতিবেদকঃ বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ম্যুরালটি উন্মোচন করেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ। জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের অর্থায়নে চলতি মাসের প্রথম দিক থেকে ম্যুরাল নির্মাণের কাজ শুরু হয়। ম্যুরাল উন্মোচনের সময় মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ভালোবাসা ও স্নেহের সম্পর্কের বিষয়টি ম্যুরালটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমার জানামতে দেশের আর কোথাও বঙ্গবন্ধুর এতোবড় ম্যুরাল নেই। তাই এটাই দেশের সবথেকে বড় ম্যুরাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁচলে, দেশ বাঁচবে। আর তাই জন্মদিনে আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। ম্যুরাল উন্মোচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। |