১০-১৫ মিনিট রোদে বসে থাকলে করোনা মরে যাবে!
|
![]() মুক্তধারা অনলাইন ভয়ঙ্কর করোনাভাইরাস রুখতে ভারতে গোমুত্র পার্টি ও ইসকন মন্দ্রিরে গোমুত্র দিয়ে হাত ধোয়ানোর মতো অভিনব উদ্যোগের কথা জানা গিয়েছিল। এবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, দুপুরে সূর্যের প্রখর রোদে ১০-১৫ মিনিট বসে থাকলে করোনার মতো ভাইরাস মরে যাবে। ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল এখবর জানিয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে দাবি করেছেন, ‘করোনাভাইরাস হত্যা করতে পারে ‘সূর্য’। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘সকাল ১১ টা থেকে দুপুর ২ টার মধ্যে সূর্য সবচেয়ে বেশি প্রখর থাকে। আমরা যদি ১০ থেকে ১৫ মিনিট রোদে বসে থাকি তবে আমাদের ভিটামিন ডি-এর মাত্রা আরও উন্নত হবে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত করবে এবং করোনাভাইরাস জাতীয় ভাইরাসকে মেরে ফেলবে।’ |