বুধবার ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


আগস্টে রপ্তানি বেড়েছে, লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পোশাক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২০, ৫:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগস্টে রপ্তানি বেড়েছে, লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পোশাক

মুক্তধারা ডেস্কঃ

ইতিবাচক ধারায় ফিরেছে পণ্য রপ্তানি। গত বছরের একই সময়ের তুলনায় সমাপ্ত আগস্টে রপ্তানি বেশি হয়েছে ৪.৩২ শতাংশ। এ নিয়ে চলতি অর্থবছরের দুই মাসে (জুলাই-আগস্ট) রপ্তানি বেড়েছে গড়ে ২.১৭ শতাংশ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রপ্তানি বেশি হয়েছে ১ শতাংশ।

করোনার হানায় গত মার্চ থেকে ব্যাপক হারে রপ্তানি কমতে থাকে। বছরের বাকি তিন মাসেও সেই ধারা অব্যাহত ছিল। এ কারণে ২০১৯-২০ অর্থবছরে রেকর্ড ১৭ শতাংশ কম হয়েছে পণ্য রপ্তানি। সেই ধারা থেকে বেরিয়ে নতুন অর্থবছরেই ঘুরে দাঁড়ায় রপ্তানি খাত। প্রথম মাস জুলাইয়ে রপ্তানি হয়েছে প্রায় ১ শতাংশ বেশি। আগস্টেও বাড়ল।

রপ্তানি খাতের উদ্যোক্তারা বলছেন, আগামী কয়েক মাসও খারাপ যাবে না। তবে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রে আগামী মৌসুমকে কেন্দ্র করে বিগত বছরের এ সময় যে পরিমাণ রপ্তানি আদেশ পেতেন সে তুলনায় এবার খুব বেশি রপ্তানি আদেশ আসছে না।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গত জুলাই-আগস্ট এই দুই মাসে মোট ৬৮৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ সময়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৮১ কোটি ডলার। অন্যদিকে একক মাস হিসেবে সমাপ্ত আগস্টে রপ্তানি হয়েছে ২৯৭ কোটি ডলারের পণ্য। গত বছরের আগস্টে ছিল ২৮৪ কোটি ডলার। তবে তৈরি পোশাকের রপ্তানি খুব একটা বাড়েনি। বরং গত অর্থবছরের এই সময়ের তুলনায় আলোচ্য দুই মাসে ০.০৬ শতাংশ কম হয়েছে। তবে লক্ষ্যমাত্রা থেকে রপ্তানি বেশি হয়েছে প্রায় ২ শতাংশ। অবশ্য করোনা সংক্রমণের কারণে যে হারে কমেছে তার তুলনায় এই বৃদ্ধি অনেক বেশি। মোট ৫৭১ কোটি ডলার এসেছে পোশাক রপ্তানি থেকে।

এ ব্যাপারে বিজিএমইএ সাবেক সহসভাপতি মোহাম্মদ নাসির কালের কণ্ঠকে বলেন, ইউরোপ ও আমেরিকায় ব্যবসা-বাণিজ্য প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। সব শোরুম খুলে দেওয়া হয়েছে। সে কারণে রপ্তানি চাহিদা তৈরি হয়েছে। এ ছাড়া করোনাকালে বাতিল বা স্থগিত হওয়া পণ্যও অনেক ক্রেতা ফেরত নিচ্ছেন। ফলে রপ্তানি বাড়ছে। তবে আগামী মৌসুমকে কেন্দ্র করে যে পরিমাণ রপ্তানি আদেশ এই আগস্ট-সেপ্টেম্বরে থাকার কথা সেটা কিন্তু নেই। জুলাইয়ের তুলনায় আগস্টে রপ্তানি কম প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের আগে ও পরে প্রায় ১০ দিনের ছুটির কারণে আগস্টে কিছু কম রপ্তানি হয়েছে। সব ঈদের পরের রপ্তানি চিত্রই এ রকম হয়ে থাকে।’

ইপিবির তথ্য অনুযায়ী, রপ্তানি তালিকার অন্যান্য বড় পণ্যের মধ্যে পাট ও পাটপণ্যের রপ্তানি বেড়েছে সবচেয়ে বেশি, ৫০ শতাংশ। ২০ কোটি ডলারের পাট ও পাটপণ্য রপ্তানি হয়েছে গত দুই মাসে। কৃষিপণ্যের রপ্তানি বেশি হয়েছে ৩৩ শতাংশ। ১৮ কোটি ডলারের কৃষিপণ্য রপ্তানি হয়েছে এই সময়ে। ওষুধের রপ্তানি বেড়েছে ১৯ শতাংশ। প্রায় তিন কোটি ডলারের ওষুধ রপ্তানি হয়েছে। হিমায়িত মাছের রপ্তানি বেশি হয়েছে ৬১ শতাংশ। প্রায় দুই কোটি ডলারের হিমায়িত মাছ রপ্তানি হয়েছে। রপ্তানি তালিকার ছোট-বড় অন্যান্য পণ্যের রপ্তানিতেও ওঠানামা লক্ষ করা গেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা