সেপ্টেম্বর পর্যন্ত ‘হোম অফিস’ করবেন গুগল কর্মীরা
|
![]() মুক্তধারা ডেস্কঃ মার্কিন টেক জায়ান্ট গুগলের কর্মীরা আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাসায় বসে অফিস করতে পারবেন। এই সময়ে তাদের অফিসে ফিরতে হবে না বলে কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে জানানো হয়েছে। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই স্বাক্ষরিত মেইলে অফিস খোলার পর কর্মীদের জন্য সহজ কর্মসপ্তাহ চালুর পরিকল্পনা করছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গুগলের কর্মীদের পাঁচ দিন আফিসে এসে কাজ করতে হবে না, তিন দিন অফিসে এসে কাজ করতে হবে। আর বাকি সময়টা বাড়ি থেকে কাজ করবেন। করোনা মহামারির কারণে অনকে দিন থেকেই বাড়ি থেকে কাজ করার নিয়ম চালু করেছে গুগল। সে সময় বলা হয় ২০২১ সালে জুলাই পর্যন্ত হোম অফিস করবেন তারা। এর আগে গত মে মাসে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ‘আগামী পাঁচ থেকে ১০ বছর আমাদের প্রায় ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবেন।’ যেখানে টুইটার ঘোষণা দিয়েছে, তাদের যেসব কর্মী সারা জীবন বাড়ি থেকে কাজ করতে চান, তারা সেই সুযোগ পাবেন। |