সোমবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


আদালত চত্বরে জামায়াতের কার্যক্রম!
প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২০, ৫:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আদালত চত্বরে জামায়াতের কার্যক্রম!

মুক্তধারা প্রতিবেদকঃ

বরিশাল জেলা জজ আদালতে আইনজীবীদের জন্য সংরক্ষিত বসার স্থান অ্যানেক্স ভবন। এতে ৫০০টির মতো কক্ষ রয়েছে। ভবনটির ৩৩২ নম্বর কক্ষটি আইনজীবী শাহজাদা পলাশের। তবে সেখানে চলে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম। যদিও কক্ষটি একজন আইনজীবীর আইন-আদালতবিষয়ক কর্মকাণ্ড পরিচালনার কাজে ব্যবহার করার কথা।

আইনজীবী শাহজাদা পলাশ জামায়াতে ইসলামীর একজন জ্যেষ্ঠ নেতা। তাঁর কক্ষে বরিশাল জেলা ও মহানগর জামায়াতের শীর্ষস্থানীয় নেতারাসহ জামায়াতপন্থী আইনজীবীরা নিয়মিত অবস্থান করেন। ২০১৯ সালে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু কক্ষটি শাহজাদা পলাশকে বরাদ্দ দিয়েছেন।
সাংগঠনিকভাবে সক্রিয় থাকার কথা স্বীকার করেন বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর মুখপাত্র অ্যাডভোকেট মো. শাহ আলম। সম্প্রতি তিনি কালের কণ্ঠকে বলেন, ‘জামায়াতে ইসলামীর রাজনৈতিক কোনো কর্মসূচি এখন নেই। তবে সাংগঠনিক কর্মসূচি রয়েছে। এগুলো আমরা অভ্যন্তরীণভাবেই করে থাকি।’ আদালত চত্বরের মধ্যে সাংগঠনিক কর্মসূচি পালনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বরিশাল আদালতে ১০০-এরও বেশি আইনজীবী আমাদের রয়েছে। আদালত প্রাঙ্গণে বসে তাঁদের কথা বলা মানেই সাংগঠনিক কর্মসূচি পালন করা নয়।’ তাঁরা প্রকাশ্যে কোনো সাংগঠনিক কর্মসূচি পালন করেন না বলেও দাবি করেন তিনি।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ শুরা সদস্য অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালও প্রায় একই কথা বলেন। তাঁর ভাষ্য, সরকার রাজনীতি নিষিদ্ধ করার পর তাঁরা কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করেন না। তবে সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছেন। তিনি বলেন, ‘বিভিন্ন মামলায় আসামি হওয়া নেতাকর্মীদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে, একই সঙ্গে যারা পারিবারিকভাবে অসচ্ছল, তাদের সহায়তা করছি। এটা আমাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ।’ সাংগঠনিক কার্যক্রম আদালতকেন্দ্রিক করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে মুয়াযযম হোসাইন বলেন, ‘আমাদের শতাধিক আইনজীবী রয়েছেন, যাঁরা জামায়াতে ইসলামীর নেতৃত্বের পদে রয়েছেন। তাঁরা নিয়মিত কোর্ট করেন। তখন তাঁদের সাক্ষাৎ হলে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, এটাও সাংগঠনিক কার্যক্রমের অংশ।’

বরিশাল মহানগর বিএনপির আইনবিষয়ক সম্পাদক এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘জামায়াতে ইসলামীর শতাধিক আইনজীবী রয়েছেন, এ কথা সত্য। তবে নিয়মিত আদালত করেন ৩০ জনের মতো। তাঁদের রাজনৈতিক কর্মসূচি না থাকলেও তাঁরা আদালতের মধ্যেই সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এটা তাঁদের জন্য সহজতর হয়। কারণ অ্যানেক্স ভবনে এক নেতার কক্ষে বসেই নিরাপদে সাংগঠনিক আলোচনা করতে পারেন।’
জানতে চাইলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম সম্প্রতি কালের কণ্ঠকে বলেন, বরিশাল আদালতে সক্রিয় জামায়াতের ৩০ জনের মতো আইনজীবী জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিচ্ছেন। বাইরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা না করতে পারায় কৌশলে আদালতে তা করছেন তাঁরা।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কক্ষটি বরাদ্দ দিয়েছেন জানিয়ে আফজালুল করিম বলেন, বরাদ্দ বাতিল করা না গেলেও আইনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা