মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


বিসিএস ও এফসিপিএসের প্রস্তুতি একই সঙ্গে নিয়েছি
প্রকাশ: ৮ আগস্ট, ২০২০, ৪:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিসিএস ও এফসিপিএসের প্রস্তুতি একই সঙ্গে নিয়েছি

মুক্তধারা ডেস্কঃ

৩৯তম বিশেষ বিসিএসে (স্বাস্থ্য) প্রথম এবং ৩৮তম বিসিএসে (স্বাস্থ্য) তৃতীয় হয়েছেন ডা. নীলিমা ইয়াসমিন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। বিসিএস প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন গোলাম মোর্শেদ সীমান্ত

সুনির্দিষ্টভাবে বিসিএসের জন্য কখন থেকে প্রস্তুতি নিয়েছেন?
২০১৬ সালে যখন ইন্টার্নশিপে ছিলাম তখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করি। আমি তখন গর্ভবতী ছিলাম। বিসিএস ও মেডিক্যালের এফসিপিএস—উভয় পরীক্ষাই পাশাপাশি ছিল। আলহামদুলিল্লাহ, দুটিতেই উত্তীর্ণ হয়েছি। পরীক্ষার আগে কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, কিন্তু বেশি ক্লাস করা হয়নি। এর মধ্যে ট্রেনিং, পড়াশোনা, তার ওপর আমি অসুস্থ—সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ ছিল। ৩৯তম বিসিএসের জন্য ঘটা করে প্রস্তুতি নিতে পারিনি, তবে নিয়ম করে পড়তাম।

দৈনন্দিন পড়াশোনার রুটিন কেমন ছিল?
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেরই অনেক আগে থেকেই বিসিএস পরীক্ষা দেওয়ার লক্ষ্য থাকে। স্নাতক বা স্নাতকোত্তর শেষে তারা এর জন্য পুরোদমে প্রস্তুতি নিতে পারে।

কিন্তু আমাদের (মেডিক্যালের শিক্ষার্থী) জন্য জন্য বিষয়টা এমন না, আমাদের বিভিন্ন ব্যাপার নিয়ে ব্যস্ত থাকতে হয়।

আমি যখন এফসিপিএসের (ফেলো অব কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস) জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময়টায় আবার বিসিএসের জন্যও প্রস্তুতি নিতে হয়েছে। বাচ্চাটাও ছোট ছিল, আমি বিসিএসের জন্য নিয়মিত টানা ছয়-সাত মাস পড়েছি। পরীক্ষার আগে কোচিংয়ের নমুনা পরীক্ষাগুলোতেও ভালো করেছি। দীর্ঘদিন ধরে আমি অপেক্ষা করছিলাম সার্কুলারের জন্য। আমার প্রস্তুতি খু্ব ভালো ছিল।

আপনি কোথায় কোথায় পড়াশোনা করেছেন, ফলাফল কেমন ছিল?
আমি ঢাকার মুন্সী আবদুর রউফ স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে এসএসসি (বিজ্ঞান) আর ২০১০ সালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি (বিজ্ঞান) পাস করেছি। বৃত্তি নিয়ে দুটিতেই গোল্ডেন জিপিএ ৫ পাই। এরপর ভর্তি হই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে। সেখান থেকে এমবিবিএস পাস করি। মেডিক্যালে ভালো ফলের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক পেয়েছিলাম।

বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে ভালো করার উপায়?
সাধারণ বিসিএস আর স্বাস্থ্য বিসিএসের অনেক কিছুই ভিন্ন। আমার মতে, এমবিবিএস শেষ করেই বিসিএসের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আমি কোনো বিষয়কে আলাদাভাবে বেশি গুরুত্ব দিইনি, সব বিষয়কেই সমান গুরুত্ব দিয়েছি। বিসিএস প্রস্তুতির জন্য আলাদা সময় বের করতে পারলে খুব ভালো হয়। নিজের সমস্যা নিজেকেই খুঁজে বের করতে হবে। এরপর সে অনুযায়ী দুর্বলতা কাটিয়ে প্রস্তুতি নিতে হবে।

সচরাচর প্রার্থীদের মাথায় বিসিএস নিয়ে যেসব প্রশ্ন আসে, সেগুলো কী আর এগুলোর উত্তরই বা কী, নিজের অভিজ্ঞতা থেকে বলুন?

বেশির ভাগ বিসিএসপ্রার্থীর মনে এই প্রশ্নটা আসে যে—এই কয়েক মাসে কি গণিত শেষ করা সম্ভব! যদি কেউ সাম্প্রতিক ঘটনা সম্পর্কে খোঁজ রাখেন এবং নিয়ম করে প্রতি মাসে পড়েন, তাহলে ঘাটতি অনেকটাই পূরণ সম্ভব বলে মনে করি। নিজের দুর্বলতার জায়গায় সবচেয়ে বেশি নজর দিতে হবে।

বিসিএস বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা। কোনো প্রার্থীর প্রথমবারই যে চান্স হয়ে যাবে, তা নয়। যে যে বিভাগে সে বিভাগ অনুযায়ী বুঝে পড়াশোনা করলে সফল হওয়া সহজ হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা