মুক্তধারা প্রতিবেদক:
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি 76 তম জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাতাব হোসেন শুরুজ এর উদ্যোগে বৃহস্পতিবার রাতে তালতলী বাজারে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মুনাজাতের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাহাতাব হোসেন শুরুজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম ছবি, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ হালিম রেজা মোফাজ্জল , বরিশাল জেলা আওয়ামী লীগ উপ প্রচার সম্পাদক মিলন ভূইয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আবুল হাসানাত আবদুল্লাহ দক্ষিণ অঞ্চলের উন্নয়নের রূপকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন আমাদের এই রাজনৈতিক অভিভাবক অবহেলিত দক্ষিণ জনপদের ব্যাপক উন্নয়ন করেছেন। পাহাড়ে শান্তি বিরাজ করছে তার কারণে। তাই আমরা আমাদের এই রাজনৈতিক অভিভাবক এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
আলোচনা সভা ও দোয়া মোনাজাত শেষে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এর জন্মদিন উপলক্ষে হাজারো মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।