রবিবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


লোকাল ইলিশ শূণ্য বাজার, সামুদ্রিক ইলিশ মিলছে নামেমাত্র
প্রকাশ: ৮ আগস্ট, ২০২০, ৭:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

লোকাল ইলিশ শূণ্য বাজার, সামুদ্রিক ইলিশ মিলছে নামেমাত্র

 

এম রায়হান :
বরিশালে ইলিশের সবচেয়ে বড় বাজার (মোকাম) নগরের পোর্ট রোড। সেই বাজারের চিরচেনা রূপ বদলে গেছে। প্রতিবছর এ সময়ে এই মোকামে লোকালয়ের মাছের দাপট থাকত, সেখানে পুরো বাজার দখল করে আছে সামুদ্রিক ইলিশ। তবে পূর্ণিমার জোয়ারের প্রভাবে সামুদ্রিক ইলিশের তেমন একটা দেখা মিলছে না। দুদিন আগেও যেখানে শ্রমিকদের ব্য¯Íতা, ক্রেতাদের ভিড়, মহাজনদের হাসিমুখ ছিলো এখন সেখানে অনেকটাই ভাটা। মাছ না থাকায় সকলেই অলস সময় কাটাচ্ছে। তবে ব্যবসায়ীদের ধারণা পূর্ণিমার এই যুগ শেষ হলেই লোকালয়ের ইলিশ ঝাকে ঝাকে ধরা পড়বে। তবে মাছের আমদানি কম থাকলেও মূল্য নাগালের মধ্যেই রয়েছে।

বিক্রেতাদের দেওয়া তথ্যানুযায়ী গত সপ্তাহ চেয়ে চলতি সপ্তাহে বরিশালের পাইকারি বাজারে মণপ্রতি ইলিশের দাম বেড়েছে তিন থেকে পাঁচ হাজার টাকা। আর এর প্রভাব খুচরো বাজারে পড়ায় সমস্যায় পড়েছেন ক্রেতারা।

যদিও মৎস্য বিভাগ বলছে, অল্প কিছুদিনের মধ্যে মাছের সরবরাহ বাড়বে, আর তাতেই কমে আসবে মাছের দরও।

শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল নগরের পোর্টরোডের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি বাজারে ইলিশের আমদানি হয়েছে প্রায় ২৫০ মণের মতো। কিন্তু গত সপ্তাহেও হাজার মণের মতো ইলিশ এ বাজারে এসেছে বলে জানিয়েছেন পাইকাররা। আর বর্তমানে ইলিশের সরবরাহ কমার কারণ জানা নেই ব্যবসায়ীদের।
মাসুম খান নামে এক জেলে জানান, নদীতে এতদিন কোন মাছ পাওয়া যায়নি। তবে এই পূর্ণিমার জতে মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মাছ বেশি ধরা পড়লে দাম কম হবে। মেঘনা, কালাবদর, বিষখালী ও সুগন্ধাসহ দক্ষিণাঞ্চলের নদীগুলোতে মৌসুমের শুরু থেকেই ইলিশ ধরা করবে বলে আশা করছেন তিনি।

এদিকে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, ২৩ জুলাই সাগরে মাছ ধরার ৬৫ দিনের মেয়াদ শেষ হয়েছে। এখন নিষেধাজ্ঞা না থাকায় ও পূর্ণিমার যো থাকায় জেলেদের জালে আরো বেশি ইলিশ ধরা পড়বে এবং সরবরাহও বাড়বে। আর সরবরাহ বাড়লে বাজারে মাছের দর কমতে শুরু করবে।

নগরীর পোর্ট রোড বাজার এর মৎস্য আড়তদার ইয়ার উদ্দিন জানান, চার থেকে ছয় শত গ্রামের ইলিশ প্রতিমণ ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা একসপ্তাহ আগে ছিলো ১৮ হাজার টাকা। ৬০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ৩০ হাজার টাকায় প্রতিমণ বিক্রি হচ্ছে, যা আগে ছিলো ২৮ হাজার টাকা। এক কেজি ওজনের ইলিশ প্রতিমণ ৩৫ হাজার টাকায় বিক্রি হলেও আগে দর ছিলো ৩২ হাজার। এছাড়া এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিমণ শুক্রবার ৩৬ থেকে ৩৮ হাজার টাকা দরে বিক্রি হলেও একসপ্তাহ আগে বিক্রি হয়েছে ৩৪ হাজার টাকা।

উল্লেখ্য, ৩০ জুন জাটকা শিকারে আট মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় শুরু হয় ইলিশ মৌসুম। এখন নদ-নদীতে ইলিশ শিকারে কোনো নিষেধাজ্ঞা নেই। পাশাপাশি আগামী ২৩ জুলাই সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞাও শেষ হবে। আশা করা হচ্ছে সপ্তাহখানেক এর মধ্যে ঝাকে ঝাকে ইলিশ ধরা পড়বে জেলেদের জালে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  ভারতে করোনা পরিস্থিতির ফের অবনতি   বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সবশেষ   এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   বাংলাদেশিদের জন্য ব্রিটেনে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি ঘোষণা   দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা   ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলের হামলা   ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনের   এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   ‘বক্সিং ডে টেস্ট’ আসলে কী?   কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৌজন্য সাক্ষাৎ   সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি   মোসাদের নতুন পরিচালক ‘ডি’ কে?   গুগলের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্র   হাসিনা-মোদি বৈঠকে স্বাক্ষর হতে পারে ৯টি সমঝোতা স্মারক   ৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত   শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর   বাইডেনের কাছে অলৌকিক কিছু চায় না ইইউ, তবে…   এবার আমেরিকার ক্রিকেট লিগে বিনিয়োগ করছেন শাহরুখ   করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউইয়র্কে খুলছে স্কুল   বিশ্বের শীর্ষ ১০ ধনীর আটজনই প্রযুক্তিখাতের উদ্যোক্তা