লোকাল ইলিশ শূণ্য বাজার, সামুদ্রিক ইলিশ মিলছে নামেমাত্র
|
![]()
এম রায়হান : বিক্রেতাদের দেওয়া তথ্যানুযায়ী গত সপ্তাহ চেয়ে চলতি সপ্তাহে বরিশালের পাইকারি বাজারে মণপ্রতি ইলিশের দাম বেড়েছে তিন থেকে পাঁচ হাজার টাকা। আর এর প্রভাব খুচরো বাজারে পড়ায় সমস্যায় পড়েছেন ক্রেতারা। যদিও মৎস্য বিভাগ বলছে, অল্প কিছুদিনের মধ্যে মাছের সরবরাহ বাড়বে, আর তাতেই কমে আসবে মাছের দরও। শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল নগরের পোর্টরোডের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি বাজারে ইলিশের আমদানি হয়েছে প্রায় ২৫০ মণের মতো। কিন্তু গত সপ্তাহেও হাজার মণের মতো ইলিশ এ বাজারে এসেছে বলে জানিয়েছেন পাইকাররা। আর বর্তমানে ইলিশের সরবরাহ কমার কারণ জানা নেই ব্যবসায়ীদের। এদিকে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, ২৩ জুলাই সাগরে মাছ ধরার ৬৫ দিনের মেয়াদ শেষ হয়েছে। এখন নিষেধাজ্ঞা না থাকায় ও পূর্ণিমার যো থাকায় জেলেদের জালে আরো বেশি ইলিশ ধরা পড়বে এবং সরবরাহও বাড়বে। আর সরবরাহ বাড়লে বাজারে মাছের দর কমতে শুরু করবে। নগরীর পোর্ট রোড বাজার এর মৎস্য আড়তদার ইয়ার উদ্দিন জানান, চার থেকে ছয় শত গ্রামের ইলিশ প্রতিমণ ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা একসপ্তাহ আগে ছিলো ১৮ হাজার টাকা। ৬০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ৩০ হাজার টাকায় প্রতিমণ বিক্রি হচ্ছে, যা আগে ছিলো ২৮ হাজার টাকা। এক কেজি ওজনের ইলিশ প্রতিমণ ৩৫ হাজার টাকায় বিক্রি হলেও আগে দর ছিলো ৩২ হাজার। এছাড়া এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিমণ শুক্রবার ৩৬ থেকে ৩৮ হাজার টাকা দরে বিক্রি হলেও একসপ্তাহ আগে বিক্রি হয়েছে ৩৪ হাজার টাকা। উল্লেখ্য, ৩০ জুন জাটকা শিকারে আট মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় শুরু হয় ইলিশ মৌসুম। এখন নদ-নদীতে ইলিশ শিকারে কোনো নিষেধাজ্ঞা নেই। পাশাপাশি আগামী ২৩ জুলাই সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞাও শেষ হবে। আশা করা হচ্ছে সপ্তাহখানেক এর মধ্যে ঝাকে ঝাকে ইলিশ ধরা পড়বে জেলেদের জালে। |